বাউফলে ২১৭ প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ

বাউফলে ২১৭ প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ

বাউফল (পটুয়াখালী) ১৯ মার্চ : পটুয়াখালীর বাউফলে প্রবাসীদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ২১৭ জন প্রবাসী এসেছেন।
তালিকা অনুযায়ী কাছিপাড়া ইউনিয়নে-২২,কালিশুরী ইউনিয়নে-৩৩,ধূলিয়া ইউনিয়নে-৪, কেশবপুর ইউনিয়নে-১৩, সূর্যমনী ইউনিয়নে- ১১,কনকদিয়া ইউনিযনে-৫,বগা ইউনিয়নে-১৮,মদনপুরা ইউনিয়নে- ১৩,নাজিরপুর ইউনিয়নে-৯,কালাইয়া ইউনিয়নে-১৪, দাসপাড়া ইউনিযনে-১০,বাউফল ইউনিয়নে-১৮,আদাবাড়িয়া ইউনিয়নে-৩২,নওমালা ইউনিয়নে-৮,চন্দ্রদ্বীপ ইউনিয়নে-১ ও পৌরসভায়-৬ জন।
এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবাসীদের চিহ্নিত করনের জন্য পৌরসভা সহ প্রতি ইউনিয়নে একজন করে অফিসারকে সার্বক্ষনিক খোজ খবর রাখার জন্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মী, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, দফাদার ও গ্রাম পুলিশদেরকেও দায়িত্ব দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তালিকাভূক্ত ২১৭জন প্রবাসীকে চিহ্নিত করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে ।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসীদের তালিকা অনুযায়ী এলাকায়,এলাকায় যেয়ে তারা পরামর্শ দিচ্ছে । এ ছাড়া করোনা প্রতিরোধ অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য লিপলেট বিতরন ও মাইকিং করা হচ্ছে।